সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপশাখায় সি-আর-এম বুথের উদ্বোধন বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ পুরোনো ভবনে মিললো জবি ছাত্রদল নেতার লাশ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ প্রদান জবি শিবিরের

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কের ওপর শতবর্ষী একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে রয়েছে প্রায় এক মাস ধরে। ফলে পুরো রাস্তাটি চলাচলের জন্য বন্ধ হয়ে আছে।

‎গত ৫ জুলাই (২০২৫) রাতের প্রবল বৃষ্টির পর গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। সেই থেকে স্থানীয় মইদাম, বাঁশজানি, দক্ষিন বাঁশজানি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে পড়তে হচ্ছে মারাত্মক সমস্যায়।

‎প্রথমদিকে ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ সাময়িকভাবে মাঠের ভেতর দিয়ে বিকল্প রাস্তায় চলাচলের সুযোগ করে দেন। কিন্তু টানা বৃষ্টির কারণে সেখানেও কাদা জমে যাওয়ায় বর্তমানে সেটিও অচল হয়ে পড়েছে।

‎স্থানীয়দের ভাষ্য মতে, শতবর্ষী এই বটগাছটি মূলত ঈদগাহ মাঠের জমিতে রোপণ করা হয়েছিল। পরবর্তীতে রাস্তা প্রশস্তকরণের সময় গাছটি রাস্তার খুব কাছাকাছি চলে আসে। অপর পাশে খাল থাকায় রাস্তা দুর্বল হয়ে পড়ে এবং ভারসাম্য হারিয়ে গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়।

‎মানুষের দুর্ভোগ কমাতে মাঠ কর্তৃপক্ষ, মইদাম বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছ অপসারণের সিদ্ধান্ত নেন। বিষয়টি জানানো হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরকে। কিন্তু তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

‎এরপর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌসের কাছে লিখিত আবেদন করেন। ইউএনও চেয়ারম্যানকে গাছ অপসারণের নির্দেশ দেন এবং আবেদন কপিও তার কাছে প্রেরণ করেন। তবুও গত এক মাসেও গাছ অপসারণ হয়নি, রাস্তাও হয়নি সচল।

‎এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‎“এত বড় বটগাছ সরানোর মতো সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।”

‎অন্যদিকে স্থানীয়দের অভিযোগ “চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন।”

‎তাদের দাবি, অবিলম্বে গাছটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। প্রয়োজন হলে উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নিয়ে হলেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন একটি প্রাথমিক স্তরের সমস্যাও যদি এক মাসে সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়৷

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩