বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
জাতীয় প্রেস ক্লাবে ইসহাক দুলালের পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন।
রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের মামলায় আটক ব্যবসায়ী ও মাদ্রাসায়ে হোসাইনিয়া দারুল উলুমাহসহ বিভিন্ন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো. ইসহাক দুলালকে অব্যাহতি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন ইসহাক দুলালের পরিবার।
পরিবারের অভিযোগ , শেখ হাসিনাবিরোধী ও তার পতনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তি ইসহাক দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা পুলিশ অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, আমার বাবাসহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে তখন ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও ছেড়ে দেয়নি এবং অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানি করছে। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাতে কর্ণপাত করেনি।
ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারান্তরীণ থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় ইসহাক দুলালের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়, সুষ্ঠু তদন্তের জন্য নতুন ওসি শাহজাহানপুর থানায় নিয়োগ দেওয়ার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস,কবির হোসেন, সাইফুল ইসলার সুমন, আবু বকর সুজন, ইসহাক দুলালের স্ত্রী প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩