বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

মহিপুরে লতা হিজড়ার বিরুদ্ধে মারধরসহ বিভিন্ন অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লতা হিজড়া বলেন, ১৯ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে জোরপূর্বক ছেলেদের তৃতীয় লিঙ্গে রূপান্তর, চাঁদাবাজিসহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এছাড়া নুরজামাল ওরফে মেঘলাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বাধা দেওয়া, দলবল নিয়ে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আমার নামে প্রকাশ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমি বহুদিন ধরে এই এলাকায় বসবাস করছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের কোনও প্রমাণ কেউ দেখাতে পারবে না। যে মারধরের অভিযোগ তোলা হয়েছে সেটারও কোনো সত্যতা নেই। বরং মেঘলা তার লোকজন নিয়ে আমার বাসায় এসে ঝামেলা করে, হুমকি দেয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে আমি বাধা দিয়ে মেঘলাকে ছাড়িয়ে দিই। সাংবাদিক ভাইয়েরা চাইলে আমার প্রতিবেশী ও স্বাক্ষীদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে নিতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশী সাক্ষী আয়শা বেগম বলেন, ওইদিন রাতে মেঘলা ৪-৫ জন লোক নিয়ে এসে ঝামেলা করে। তখন হালকা ধাক্কাধাক্কি হয়। লতা তখন গিয়ে ছাড়িয়ে দেয়। কিন্তু লাঠি নিয়ে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরেক প্রতিবেশী ছালমা বেগম বলেন, লতা দীর্ঘদিন ধরে আমাদের পাশে বসবাস করছে। তাকে কখনো অনৈতিক বা অপরাধমূলক কাজে জড়িত হতে দেখিনি। সে আমাদের সাথে একই এলাকায় সরকারি জমিতে থাকে; আমার জানামতে তার অন্য কোনো সম্পত্তিও নেই।

সংবাদ সম্মেলনে লতা হিজড়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩