শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক যুগের আলো পত্রিকায় ২৯ জুন ৩ এর পাতায় রুহিয়ায় পশু চিকিৎসার আড়ালে যৌন হয়রানির অভিযোগ ও একুশে ট্রিবিউন অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘যৌন নিপীড়নের অভিযোগে লাখ টাকায় নীরব সমাধান ন্যায়বিচার হারালো ভুক্তভোগী নারী। সহ একাধিক অনলাইন, সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে সংবাদটি প্রকাশ হয়। যে সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন পশু চিকিৎসক সুভাস চন্দ্র রায়

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন,

১। একুশে ট্রিবিউন অনলাইনে….

গত কয়েকদিন পূর্বে সুবাস ডাক্তার পার্শ্ববর্তী ইউনিয়নের দানোভিটা গ্রামে “আব্দুর রশিদ” এর বাড়িতে আসে বকেয়া টাকা চাইতে। এসময় বাড়িতে ছিল তার বাক প্রতিবন্ধী নাতনী “রুপা” ও নাত বউ “হাসি”। বাড়িতে পুরুষ না থাকায় সেই সুযোগে সুবাস “আব্দুর রশিদ” এর বাড়িতে গিয়ে “রুপা” কে একপর্যায়ে অশালীন প্রস্তাব দেয় এবং কি গায়ে অসৎ উদ্দেশ্য হাত দেন। “রুপা” এর কোলে ছিলো তার ৬/৭ মাসের শিশু। সুবাস রুপাকে নিয়ে টানাটানি করেছে বলে “রুপা” ইশারা ইঙ্গিতে সাংবাদিক কে জানান। “রুপা” আরো বলেন আমি চিৎকার করিলে এবং জোর করে বাইরে বেড়িয়ে আসলে সুবাস পালিয়ে যায়।

২। দৈনিক যুগের আলো পত্রিকায়…

সুবাস নিজেকে ‘বিশেষজ্ঞ পশু চিকিৎসক’ পরিচয়ে বিভিন্ন গ্রামে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার নামে নারীদের সঙ্গে অসভ্য আচরণ ও শারীরিকভাবে হয়রানি করে। সম্প্রতি প্রতিবন্ধী গৃহবধূ জানান, গত কয়েকদিন পূর্বে সুবাস ডাক্তার পার্শ্ববর্তী ইউনিয়নের ডানোভিটা গ্রামে “ক” এর বাড়িতে আসে বকেয়া টাকা চাইতে। এসময় বাড়িতে ছিল তার বাক প্রতিবন্ধী নাতনী “খ” ও নাত বউ “গ”। বাড়িতে পুরুষ না থাকায় সেই সুযোগে সুবাস “ক” এর বাড়িতে গিয়ে “খ” কে একপর্যায়ে অশালীন প্রস্তাব দেয় এবং কি গায়ে অসৎ উদ্দেশ্য হাত দেন। “খ” এর কোলে ছিলো তার ৬/৭ মাসের শিশু। সুবাস “খ”কে নিয়ে টানাটানি করেছে বলে “খ” ইশারা ইঙ্গিতে সাংবাদিক কে জানান। “খ” আরো বলেন আমি চিৎকার করিলে এবং জোর করে বাইরে বেড়িয়ে আসলে সুবাস পালিয়ে যায়। এই ধরনের কোন কিছুই হয়নি। অথচ সংবাদে মনগড়া মিথ্যা তথ্য দিয়ে পশু চিকিৎসকের সুনাম বিনষ্ট করা হয়েছে। যে টি কখনোই সত্যি নয় আর আমি কোন নারীকেই যৌন নিপিড়ন করিনি কখনো। তাই এই মিথ্যা ভিক্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই পশু চিকিৎসক।

প্রতিবেদকের বক্তব্যঃ গত ২৫শে জুন বুধবার আনুমানিক দুপুর ১২:০০ থেকে ১২:৩০ মিনিটে এক অচেনা নম্বর থেকে ফোন আসলে ও ফোনে বলা হয় যে একটি গরু গাভী অসুস্থ আর সেটার চিকিৎসা তাড়াতাড়ি দিতে হবে বলে আমাকে যায়তে বলে আমি তাড়াতাড়ি সেই খানে যায় আর সে খানে গিয়ে আমাকে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়। এই ঘটনায় যেটা সত্যি নয়।

এছাড়াও তিনি আরো বলেন, পরিকল্পিত ঘটনাটির সুষ্ঠু বিচারের জন্য জননেতা জনাব মির্জা ফয়সাল আমিনের কাছে আমি লিখত দরখাস্ত দেই এবং তিনি সঠিক বিচারের মাধ্যমে ন্যায়ের দিকে নিয়ে যাবে এমন প্রত্যাশা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩