রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে যাত্রী ও পথচারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে দরিরামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন নবনির্মিত ও নান্দনিকভাবে সাজানো ফুট ওভারব্রিজটি। একসময় যে ওভারব্রিজটি ছিল পোস্টার, ব্যানার, ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে নোংরা ও অবহেলিত, আজ সেটিই ত্রিশাল উপজেলার প্রধান ল্যান্ডমার্কে পরিণত হয়েছে।
ত্রিশাল কেবল একটি উপজেলা নয়; এটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বা গেটওয়ে। নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার লাখো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা যখন ত্রিশাল অতিক্রম করেন, তখন এই দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজটি যেন তাদের স্বাগত জানায়।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা জানান, আগে ওভারব্রিজটি ব্যবহার করতে ভয় ও বিরক্তি লাগত। ময়লা, পোস্টার আর অবৈধ দোকানপাটের কারণে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের ফলে মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ওভারব্রিজটি ব্যবহার করতে পারছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমেছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, “কাজটি ক্ষুদ্র হলেও স্বপ্নটা ছিল অনেক বড়। ত্রিশালে যোগদানের পরপরই আমার নজরে আসে এই জীর্ণ ও অবহেলিত ফুট ওভারব্রিজটি। তখন এটি আবর্জনা, পোস্টার ও অবৈধ দখলে সয়লাব ছিল। প্রথমেই উচ্ছেদ অভিযান পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করি। এরপর ধাপে ধাপে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এখন এই সুন্দর পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনাদের।”
সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ শুধু একটি ওভারব্রিজের সৌন্দর্য বাড়ায়নি, বরং ত্রিশালের সামগ্রিক ভাবমূর্তি বদলে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতায় এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে বজায় থাকবে এবং ভবিষ্যতে ত্রিশালের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও এমন উদ্যোগ নেওয়া হবে।এই ফুট ওভারব্রিজ এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং ত্রিশালের পরিচয় ও গর্বের প্রতীক হয়ে উঠেছে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩