রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জাতীয় নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে অবহিতিকরণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন, “রাজনীতি মানেই মতের পার্থক্য থাকবে। বিতর্ক ও মতবিনিময় স্বাভাবিক, তবে কখনো সেই পার্থক্য সহিংসতা বা বিশৃঙ্খলায় রূপ নেওয়া উচিত নয়। তাই সকলকে সচেতন থাকতে হবে।”
নিজান নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, “নেতাকর্মীদের আচরণই নির্বাচন পরিবেশের মান নির্ধারণ করে। ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা আবশ্যক। আমরা চাই একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন।”
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কেও তিনি সতর্ক করে বলেন, “ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার ছড়ানো যেন না হয়। তা হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।”
নিজান যোগ করেন, “সুষ্ঠু নির্বাচন সকলের সম্মিলিত প্রচেষ্টা, অবদান ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আমরা মাঠে সেই লক্ষ্যেই কাজ করছি। আমি দৃঢ় বিশ্বাস করি, লক্ষ্মীপুরে একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩