রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের কালিতলা মহাশ্মশান সংলগ্ন যমুনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্থানীয়রা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,কালিতলা পুলিশ ফাঁড়ির অদূরে কালিতলা মহাশ্মশান ঘাটে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে কালিতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তুলে আনেন।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহের পরনে গাঢ় রঙের পোশাক রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩