বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লোক প্রশাসন বিভাগ ও তার বন্ধুরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তানি মসজিদ) এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এনিয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘গত ৭ সেপ্টেম্বরে আমাদের ব্যাচমেট সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর আজ ৪০তম দিন। তাদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে, আমাদের ব্যাচ থেকে এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, ‘এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবার। সুমাইয়ার এই অকাল মৃত্যুতে মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হারিয়ে ফেলেছি। আমরা যতবারই ওর কথা স্মরণ করি ততবারই মন খারাপ হয়ে যায়। আজকের এই দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা আবারও তাকে স্মরণ করছি।’

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ও তার মা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এতে আমাদের ডিপার্টমেন্টের সবাই এখনো মর্মাহত। আজকে আমাদের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের স্মরণে দোয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩