মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস নাগেশ্বরীতে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রামে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে মাংস ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সিগারেট জব্দ ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ দুধকুমারের ভাঙনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্য আহ্বান

কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আতিক চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:

আজ ৬ই অক্টোবর সোমবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ,হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর,হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল।কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করে।যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক এই কাজ করেছে।সরকারের উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।সরকার কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবো।

আল কুরআনকে সার্বজনীন গ্রন্থ উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুফতী আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ বলেন,মহাগ্রন্থ আল কুরআন সার্বজনীন ও বিশ্বজনীন। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। আর পবিত্র কুরআন হল মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড। মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কুরআন অবমাননা করে মুসলমানদেরকে উত্ত্যক্ত ও উস্কানি দেয়া হচ্ছে। কিন্তু কোন মুসলমান বাতিল শক্তির উস্কানিতে পা দেবে না বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সকল সকল সমস্যার সমাধান করবে,ইনশাআল্লাহ।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা মাহমুদুল হোসাইন,মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান,মাওলানা আনোয়ার শাহ আযহারী,মাওলানা মতিউল্লাহ নূরী,মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা জয়নাল আবেদীন,জনাব নূর মুহাম্মদ,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা সাকিব আমজাদ জমিরী,জনাব মোরশেদ আলম,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তৌহিদী জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক,হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদরাসার সামনে শেষ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩