মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বরদ্দৈন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সি ও কুমিল্লা সেনানিবাস লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ তাহমিদ ইসলাম, উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন।
টুনু কর্মকার ও বিক্রম কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান ও মহাদেব মন্দিরের সভাপতি রুপম সেন, আবদুল্লাপুর চৌধুরী বাড়ি পুজা মণ্ডপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কনক চৌধুরী,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য বলেন সনাতন ধর্মের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সার্বিক নিরাপত্তায় প্রশাসনের গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরেন। উপজেলার ২২টি পূজা মন্ডপে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩