বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আশেপাশে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে হল এবং এদিক দিয়ে যাতায়াত করা শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ।
জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে হলের সামনে চলে আসে বানরটি। শুরু থেকেই শিক্ষার্থী এবং দায়িত্বরত আনসারদের ওপর ক্ষিপ্রতা দেখাচ্ছিল। এমনকি দত্ত হলের একটি কক্ষেও প্রবেশ করেছিল।
প্রত্যক্ষদর্শী রিপন লাল জানান, নয়টার দিকে হলের সামনে কয়েকজন শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছিল বানরটি। এরপর এক শিক্ষার্থীকে দৌড়ানি দেয়। তিনি দৌড়ে হলে এসে গেট লাগিয়ে দেন এবং হাতে থাকা বাঁশ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন। বানরটি পাগলপ্রায় ছিল এবং যাকেই সামনে পাচ্ছিলো তাকে কামড়াতে চাচ্ছিলো। এরমধ্যে অন্তত ১০-১২ জনকে কামড়িয়ে দেয় বলে জানান তিনি।
হলের দায়িত্বরত আনসার, হলের সহকারী রেজিস্ট্রার, শিক্ষার্থীদের মতে, প্রায় ১০-১২ জনকে কামড়িয়েছে বানরটি। ভুক্তভোগীদের মধ্যে আছেন নিরাপত্তা কর্মচারী, হলের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থী।
কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘এর মধ্যে ৮জন এসেছে আমাদের কাছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে টিকা নেওয়ার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
ভুক্তভোগী বাবুল বলেন, ‘এটা আমাদের হলে ঢুকছে এবং বেশি মানুষ দেখে বেশি পাগলামি করতে থাকে। এক পর্যায়ে একটু কাছে গেলে আমার বৃদ্ধ আঙুলে কামড় দেয় আর তাতে রক্ত বের হয়ে যায়।’
দত্ত হলের সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল বলেন, ‘আমি খবর পেয়ে প্রভোস্ট স্যারকে ফোন দেই। উনি নিরাপত্তা শাখায় কথা বললে আমি লোক নিয়ে এখানে আসি। এসে অনেক চেষ্টা করে সড়াই। এরপর আবার আসে। বন বিভাগে ফোন দিলে উনারা জানান আমরা যাতে এটার ক্ষতি না করে আস্তেধীরে সড়িয়ে দেই, উনাদের নাকি অভিজ্ঞ লোকবল নেই।’
প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘আমি নিরাপত্তা শাখায় কথা বলেছি। উনারা বন বিভাগের সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছে।’
নিরাপত্তা শাখার প্রধান সাদেক হোসাইন মজুমদার বলেন, ‘খবর পেয়ে দুইজন আনসার ও গার্ডকে পাঠালে তাদেরকেও কামড়ায়। এখন তারা সদর হাসপাতালে টিকা নিতে গেছে।’
বন ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানাইনি তবে রুবেল (দত্ত হলের সহকারী রেজিস্ট্রার) জানিয়েছে।’
কুমিল্লা সদর দক্ষিণ রেঞ্জের বন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা কাছাকাছি আছি। অল্প কিছুক্ষণ লাগবে আর। সর্বোচ্চ চেষ্টা করব উদ্ধারের।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩