বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষদের রক্ষায় শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সোমেশ্বরী ভবনে অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দরিদ্র ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা।
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র রক্ষায় সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩