বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আশেপাশে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে হল এবং এদিক দিয়ে যাতায়াত করা শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ।
জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে হলের সামনে চলে আসে বানরটি। শুরু থেকেই শিক্ষার্থী এবং দায়িত্বরত আনসারদের ওপর ক্ষিপ্রতা দেখাচ্ছিল। এমনকি দত্ত হলের একটি কক্ষেও প্রবেশ করেছিল।
প্রত্যক্ষদর্শী রিপন লাল জানান, নয়টার দিকে হলের সামনে কয়েকজন শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছিল বানরটি। এরপর এক শিক্ষার্থীকে দৌড়ানি দেয়। তিনি দৌড়ে হলে এসে গেট লাগিয়ে দেন এবং হাতে থাকা বাঁশ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন। বানরটি পাগলপ্রায় ছিল এবং যাকেই সামনে পাচ্ছিলো তাকে কামড়াতে চাচ্ছিলো। এরমধ্যে অন্তত ১০-১২ জনকে কামড়িয়ে দেয় বলে জানান তিনি।
হলের দায়িত্বরত আনসার, হলের সহকারী রেজিস্ট্রার, শিক্ষার্থীদের মতে, প্রায় ১০-১২ জনকে কামড়িয়েছে বানরটি। ভুক্তভোগীদের মধ্যে আছেন নিরাপত্তা কর্মচারী, হলের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থী।
কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘এর মধ্যে ৮জন এসেছে আমাদের কাছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে টিকা নেওয়ার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
ভুক্তভোগী বাবুল বলেন, ‘এটা আমাদের হলে ঢুকছে এবং বেশি মানুষ দেখে বেশি পাগলামি করতে থাকে। এক পর্যায়ে একটু কাছে গেলে আমার বৃদ্ধ আঙুলে কামড় দেয় আর তাতে রক্ত বের হয়ে যায়।’
দত্ত হলের সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল বলেন, ‘আমি খবর পেয়ে প্রভোস্ট স্যারকে ফোন দেই। উনি নিরাপত্তা শাখায় কথা বললে আমি লোক নিয়ে এখানে আসি। এসে অনেক চেষ্টা করে সড়াই। এরপর আবার আসে। বন বিভাগে ফোন দিলে উনারা জানান আমরা যাতে এটার ক্ষতি না করে আস্তেধীরে সড়িয়ে দেই, উনাদের নাকি অভিজ্ঞ লোকবল নেই।’
প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘আমি নিরাপত্তা শাখায় কথা বলেছি। উনারা বন বিভাগের সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছে।’
নিরাপত্তা শাখার প্রধান সাদেক হোসাইন মজুমদার বলেন, ‘খবর পেয়ে দুইজন আনসার ও গার্ডকে পাঠালে তাদেরকেও কামড়ায়। এখন তারা সদর হাসপাতালে টিকা নিতে গেছে।’
বন ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানাইনি তবে রুবেল (দত্ত হলের সহকারী রেজিস্ট্রার) জানিয়েছে।’
কুমিল্লা সদর দক্ষিণ রেঞ্জের বন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা কাছাকাছি আছি। অল্প কিছুক্ষণ লাগবে আর। সর্বোচ্চ চেষ্টা করব উদ্ধারের।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩