সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের সংবিধি অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ সাপেক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রথমে ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। কিন্তু শিক্ষার্থীরা প্রস্তাবটি নাকচ করে দেয়। পরে তাদের মতামতের ভিত্তিতেই ঘোষিত রোডম্যাপে সংশোধন আনা হয়।
চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী—১৫ সেপ্টেম্বরের মধ্যে সংবিধি প্রণয়ন শেষ করা হবে। এরপর গেজেট প্রকাশ হলে ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৩ কর্মদিবসে আচরণবিধি তৈরি, পরের ১৪ কর্মদিবসে ভোটার তালিকা প্রস্তুত এবং তার ৫ দিনের মাথায় তফসিল ঘোষণা করা হবে। এরপর ১৪ কর্মদিবসে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন এবং ৭ কর্মদিবস প্রচারণার জন্য নির্ধারিত থাকবে। সবমিলিয়ে গেজেট প্রকাশের পর সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সম্ভাব্য তারিখ অনুযায়ী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনে আন্তরিক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানা হবে। গেজেট প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করা হবে।”
এর আগে, ২৪ আগস্ট শিক্ষার্থীরা গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ২৬ আগস্ট অনুষ্ঠিত হয় এক উন্মুক্ত আলোচনা সভা। তখনই উপাচার্য ঘোষণা দেন, ৩১ আগস্টের মধ্যে ছাত্র সংসদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩