বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের সংবিধি অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ সাপেক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রথমে ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। কিন্তু শিক্ষার্থীরা প্রস্তাবটি নাকচ করে দেয়। পরে তাদের মতামতের ভিত্তিতেই ঘোষিত রোডম্যাপে সংশোধন আনা হয়।
চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী—১৫ সেপ্টেম্বরের মধ্যে সংবিধি প্রণয়ন শেষ করা হবে। এরপর গেজেট প্রকাশ হলে ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৩ কর্মদিবসে আচরণবিধি তৈরি, পরের ১৪ কর্মদিবসে ভোটার তালিকা প্রস্তুত এবং তার ৫ দিনের মাথায় তফসিল ঘোষণা করা হবে। এরপর ১৪ কর্মদিবসে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন এবং ৭ কর্মদিবস প্রচারণার জন্য নির্ধারিত থাকবে। সবমিলিয়ে গেজেট প্রকাশের পর সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সম্ভাব্য তারিখ অনুযায়ী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনে আন্তরিক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানা হবে। গেজেট প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করা হবে।”
এর আগে, ২৪ আগস্ট শিক্ষার্থীরা গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ২৬ আগস্ট অনুষ্ঠিত হয় এক উন্মুক্ত আলোচনা সভা। তখনই উপাচার্য ঘোষণা দেন, ৩১ আগস্টের মধ্যে ছাত্র সংসদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩