বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সায়েন্সেস (কুয়াস) আয়োজিত দুই দিনব্যাপী কুইজ ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘ইগনাইট ২০২৫ : ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২৪ ও ২৫ ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক পর্ব থেকে নির্বাচিত চারটি দল কুইজ ফাইনালে এবং সাতজন শিক্ষার্থী পাবলিক স্পিকিং-এরফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুইজ প্রতিযোগিতায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দল ‘দ্য থিঙ্কার্স’ চ্যাম্পিয়ন হয়। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দল ‘ফ্যাক্ট ফোর্স’ প্রথম রানার-আপ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দল ‘ট্রায়াম্ফ ট্রায়ো’ দ্বিতীয় রানার-আপ হয়।

অন্যদিকে, পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারিহা হক চ্যাম্পিয়ন হন। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী ফৌজিয়া ফারিয়া জেবা প্রথম রানার-আপ এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সায়মা ইসলাম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কুয়াসের চিফ এডভাইজর প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রধান মডারেটর প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির এবং সহযোগী অধ্যাপক ড. তারেক আরাফাত।

সভাপতিত্ব করেন কুয়াসের বর্তমান সভাপতি লাবনী আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কুয়াসের লোকাল অপারেশনাল অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী এক্সচেঞ্জ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া জাহান তাম্মী।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ কুয়াসের আন্তর্জাতিক কার্যক্রম, ইয়াস বাংলাদেশ এর সদর দপ্তর হিসেবে সংগঠনটির ভূমিকা এবং নবীন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩