বুধবার, ১৬ Jul ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

জাবি সিনেট থেকে আওয়ামী প্রভাব দূর করতে উপাচার্যের কাছে স্মারকলিপি

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ৪২ তম সিনেট অধিবেশনকে আওয়ামী ‘দোসরমুক্ত’ করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিরে বলা হয়েছে, ‘আগামীকাল অনুষ্ঠিতব্য বাৎসরিক সিনেট অধিবেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভা। উক্ত সভায় নির্ধারিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ।’

সেখানে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দাড়িয়ে, হাজারো ছাত্র-জনতার রক্তের উপর শপথ নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সিনেটের মতো একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গাকে আওয়ামী দোসরমুক্ত করেনি। আমরা অত্যন্ত বিষ্ময়ের সাথে লক্ষ্য করছি যে, অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনে সেসব আওয়ামী দোসর, যাদের হাতে লেগে আছে ছাত্র-জনতার রক্ত, তারাও আমন্ত্রণ পেয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে। আমরা এও লক্ষ্য করছি যে, সিনেট সদস্যপদ হতে আওয়ামী দোসরদের অপসারনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ নেই। এতে, প্রশাসনের সাথে এ সমস্ত আওয়ামী দোসরদের কোন আপোষ ও আতাঁত হয়েছে কিনা তা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করছে।’

অধিবেশনকে প্রহসন আখ্যা দিয়ে তারা আরও বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সচেতন শিক্ষার্থীরা মনে করছি যে, আওয়ামী দোসরদের সচেতনভাবে অন্তর্ভুক্ত করে আয়োজিত এই সিনেট অধিবেশন গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রতারণার শামিল। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ সমস্ত আওয়ামী দোসরদের অংশগ্রহনের সিনেট অধিবেশন কোনভাবেই জাহাঙ্গীরনগরের সচেতন শিক্ষার্থীরা মেনে নিবে না।’

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ‘অনতিবিলম্বে সিনেট সদস্যদের মধ্যে থাকা আওয়ামী দোসরদের অপসারন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই সিনেট অধিবেশন কোনভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩