বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

প্রেষণামূলক প্রণোদনা পেলেন খুবির ৫ কর্মচারী

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে ৫ জনকে প্রেষণামূলক প্রণোদনা প্রদান করা হয়েছে। আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রণোদনার অর্থ ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রণোদনাপ্রাপ্ত কর্মচারীরা হলেন- নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী, মালি মোঃ জিল্লাল হোসেন, দক্ষ চাষি মোঃ আকরাম হোসেন, গাড়ির হেলপার মোঃ বাদল সরকার ও নিরাপত্তা প্রহরী মোঃ আমিনুল ইসলাম জয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্রণোদিত হয়ে দৃশ্যমান কাজে অগ্রণী ভূমিকা, নির্ধারিত সময়ে উপস্থিতি, দায়িত্বপূর্ণ কাজ সম্পন্নের পাশাপাশি অতিরিক্ত কাজে আগ্রহের ভিত্তিতে গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এ প্রণোদনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রত্যেক কর্মের মূল্যায়ন থাকা উচিত। এই প্রেষণা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং কর্মীরা আরও বেশি পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। আগামীতে এ ধরনের প্রণোদনা ৬ মাস অন্তর দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাই সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে শিক্ষার্থীবান্ধব হতে হবে এবং তাদের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মূল্যায়ন কমিটির সভাপতি ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

প্রণোদনাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী। প্রণোদনাপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩