শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে

কুয়েট প্রতিনিধিঃ

১১ই আগস্ট, ২০২৫ (সোমবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের বিরুদ্ধে হলের তহবিল থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত ছয় মাসের মধ্যে সমন্বয়ের আশ্বাস দিলেও, একদিনেই বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের মধ্যে রোকেয়া হল একমাত্র ছাত্রী হল। অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই জনতা ব্যাংকের কুয়েট কর্পোরেট শাখা থেকে প্রভোস্ট নিজে স্বাক্ষর করে ৩৪ লাখ টাকা উত্তোলন করেন। নিয়ম অনুযায়ী, হলের তহবিল থেকে টাকা উত্তোলনে প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টের যৌথ স্বাক্ষর প্রয়োজন। কিন্তু সহকারী হল প্রভোস্ট তাসমি আক্তার জানান, “আমি অ্যামাউন্ট ছাড়া চেকে স্বাক্ষর করে দিয়েছিলাম, পরে সেটিতে ৩৪ লাখ টাকা বসিয়ে তোলা হয়েছে।”

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্যমতে, হিসাবধারীর স্বাক্ষর মিললে তারা টাকা দিতে বাধ্য। ব্যাংক ম্যানেজার আব্দুল হামিদ বলেন, “১০ লাখ টাকার বেশি উত্তোলন হলে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা হয়। সে অনুযায়ী নিয়ম মেনেই টাকা উত্তোলন করা হয়েছে।”

অভিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, “পারিবারিক কারণে টাকাটা উঠানো হয়েছিল। পরে সমন্বয়ের জন্য সময় চেয়েছি। ডিসেম্বরের মধ্যে কিস্তিতে টাকা ফেরত দেওয়া হবে।” তবে পারিবারিক প্রয়োজনে হলের টাকা ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “একটি লোনের জন্য চেষ্টা করা হচ্ছে। লোন পেলে টাকাটি জমা দেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দাবি করেছে, ওই প্রভোস্টের বিরুদ্ধে আরও বিভিন্ন আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি জাব্দিপুর এলাকায় জমি কিনেছেন। এছাড়া হল প্রভোস্ট হওয়ার পরপরই এক আত্মীয়কে হলে চাকরি দেন। এমনকি অর্থের বিনিময়ে প্লাম্বার, লাইব্রেরিয়ান, ঝাড়ুদার ও সুইপার নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়, ২০২৪ সালের সেপ্টেম্বরে রোকেয়া হলের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আশরাফুল আলম। শিক্ষার্থীদের মাঝে তখন থেকেই তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, “হলের টাকা কিভাবে উত্তোলন করা হলো, সেটা হল প্রশাসনই ভালো জানে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ঘটনাকে ঘিরে কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী মহলে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল প্রশাসক কীভাবে শিক্ষার্থীদের আবাসিক তহবিল থেকে ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারেন?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩