শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের নিলতা বিরঞ্জ গ্রামের খোরশেদ হোসেন খোকার জানাযা নামাজ আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় নিলতা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযা পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের জীবনের নানা দিক তুলে ধরে তার রূহের মাগফিরাত কামনা করা হয়।
জানাযার পূর্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও জানাযা পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, এবং মরহুমের ভাতিজা ও ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল খালেক।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের আরেক ভাতিজা মাওলানা আব্দুল মজিদ। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩