মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

ছৈলার চরে পর্যটককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, ছাত্রলীগ নেতার বিচারের দাবি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে শিশু সন্তানের সামনে মারধর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ জুন) দুপুরে ছৈলার চর ডিসি লেকের সামনে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি পর্যটন কেন্দ্রে শিশু সন্তানের সামনে একজন পর্যটককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও ন্যাক্কারজনক। বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ছৈলার চরসহ অন্যান্য পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ জুন বিকেলে আবু হাসান নামের এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে গেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগ্নে সায়েমের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়। তারা আবু হাসানের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে পিটিয়ে আহত করে। একই দলের সদস্যরা তার বড় ভাই হায়দার আলীকেও মারধর করে গুরুতর জখম করে। বর্তমানে তিনি আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহ প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন দোষীরা অবিলম্বে আইনের আওতায় আসে এবং ভবিষ্যতে যেন পর্যটনকেন্দ্রগুলোতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩