মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা

এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আওয়াল,এনায়েতপুর (সিরাজগঞ্জ): 

২২ মার্চ শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ হাফেজ সিয়াম ফাউন্ডেশন এর উদ্যোগে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থানের এনায়েতপুর এর শহীদ ইয়াহিয়া, শহীদ হাফেয সিয়াম, শহীদ শিহাবসহ সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী শহীদ হাফেজ সিয়াম এর পিতা আলহাজ্ব আব্দুল কুদ্দুস তার ছেলের জন্য এবং শহীদ শিহাব এর দুই ভাই হাসান ও হোসাইন তাদের ভাইয়ের জন্য দোয়া চান।

দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম। হাফেজ সিয়াম স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন এনায়েতপুর এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেন, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, জুলাই অভ্যুত্থান এর পূর্বে এক ভয়াবহ দু:শাসন এদেশের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। হাফেজ সিয়াম এর মত শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা এই শহীদদের কাছে চির কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। হাফেজ সিয়ামকে স্থানীয় বেতিল কবরস্থানে দাফন করতে আওয়ামী লীগের নেতারা বাধা প্রদান করেছিল বলে উল্লেখ করে এর ধিক্কার জানান। বক্তাগণ বলেন, হাফেজ সিয়াম এর মত শহীদেরা দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন। আমাদেরকে জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশ জাতির কল্যানে একনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বক্তাগণ আরও বলেন, ইমাম হোসাইন (রা) এর আদর্শে উজ্জীবীত হয়ে জুলাই অভ্যুত্থান এর শহীদেরা এদেশের মানুষের পক্ষে জালিমের বিপক্ষে ঝাপিয়ে পড়েছিলেন। আল্লাহ তায়ালা জুলাই অভ্যুত্থানের শহীদানদের শাহাদাতকে ইমাম হোসাইন (রা.) এর সাথে কবুল করে নিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩