মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা দিনাজপুরে জামায়াতের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়ন পত্র দাখিল শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

‘শিগগিরই’ নেতানিয়াহুর সঙ্গে বসবেন ট্রাম্প

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খুব শিগগিরই’ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা খালি করার আহ্বানের প্রসঙ্গে সাংবাদিকদের জানান, তিনি মনে করে মিশর এবং জর্ডান গাজাবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তার অনুরোধ মেনে নেবে।

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তিনি চান ফিলিস্তিনিরা এমন এমন একটি অঞ্চলে বসবাস করুক যেখানে তারা কোনও বাধা, বিপ্লব এবং সহিংসতা ছাড়াই বাস করতে পারে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি গাজা উপত্যকার দিয়ে তাকিয়ে দেখুন, এটি এত বছর ধরে নরক হয়ে আছে। ’

তিনি আরও বলেন, ‘এই উপত্যকায় বিভিন্ন সভ্যতা রয়েছে।  তবে এটি এখনো শুরু হয়নি। হাজার হাজার  বছর আগে শুরু হয়েছিল এবং সহিংসতা সবসময় এরসঙ্গে জড়িয়ে আছে।’

এই অবস্থানের অর্থ কি তিনি দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাস করেন না- জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অদূর ভবিষ্যতে’ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে তারা আলোচনা করবেন।

দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু আগামী রোববার (২ ফেব্রুয়ারি) দেশে ফিরে আসার আগেই ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩