বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

‘শিগগিরই’ নেতানিয়াহুর সঙ্গে বসবেন ট্রাম্প

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খুব শিগগিরই’ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা খালি করার আহ্বানের প্রসঙ্গে সাংবাদিকদের জানান, তিনি মনে করে মিশর এবং জর্ডান গাজাবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তার অনুরোধ মেনে নেবে।

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তিনি চান ফিলিস্তিনিরা এমন এমন একটি অঞ্চলে বসবাস করুক যেখানে তারা কোনও বাধা, বিপ্লব এবং সহিংসতা ছাড়াই বাস করতে পারে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি গাজা উপত্যকার দিয়ে তাকিয়ে দেখুন, এটি এত বছর ধরে নরক হয়ে আছে। ’

তিনি আরও বলেন, ‘এই উপত্যকায় বিভিন্ন সভ্যতা রয়েছে।  তবে এটি এখনো শুরু হয়নি। হাজার হাজার  বছর আগে শুরু হয়েছিল এবং সহিংসতা সবসময় এরসঙ্গে জড়িয়ে আছে।’

এই অবস্থানের অর্থ কি তিনি দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাস করেন না- জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অদূর ভবিষ্যতে’ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে তারা আলোচনা করবেন।

দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু আগামী রোববার (২ ফেব্রুয়ারি) দেশে ফিরে আসার আগেই ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩