মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক পর্যায়ের আবেদন জমাদানের শেষ সময় এপ্রিল ২০২৬ পর্যন্ত এবং স্নাতকোত্তর (মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি) প্রোগ্রামে আবেদন জুন ২০২৬ পর্যন্ত নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি সম্পর্কে কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশে তাদের নিজ নিজ দেশের দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট দূতাবাস আবেদনপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের পর কুয়েটের রেজিস্ট্রার দফতরে প্রেরণ করবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং সাম্প্রতিক তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি আবশ্যক সংযুক্ত করতে হবে। আবেদন গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমিটি মেধাক্রম অনুসারে প্রার্থীদের নির্বাচন করবে।

স্নাতক পর্যায়ের যোগ্যতা শর্তঃ

বিদেশি শিক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান (GCE ‘O’ ও ‘A’ লেভেল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১. এসএসসি বা সমমান: সর্বনিম্ন জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)
২. এইচএসসি বা সমমান: গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ‘A’ গ্রেড বা ৬৫% নম্বর থাকতে হবে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য জীববিজ্ঞান বিষয়ে নির্ধারিত মান অর্জন বাধ্যতামূলক এবং আর্কিটেকচার বিভাগের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রইং বিষয়ে পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকা আবশ্যক।

স্নাতকোত্তর ও গবেষণামূলক প্রোগ্রামঃ

M.Sc. Engineering, MURP এবং অন্যান্য M.Sc. প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের স্নাতক ডিগ্রি ও নির্ধারিত CGPA থাকতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিভাগের M.Phil. ও Ph.D. প্রোগ্রামে ভর্তি হলে কঠোর একাডেমিক মূল্যায়ন ও গবেষণা সক্ষমতা যাচাই করা হবে।

বিশেষ সুযোগ হিসেবে, কুয়েটে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের থিসিস অগ্রগতির ভিত্তিতে Ph.D. প্রোগ্রামে স্থানান্তর করার সুযোগও রাখা হয়েছে।

আসন সংখ্যা ও ফি নীতিঃ

এক শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০ জন ভর্তি হতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে মোট ৫০টি আসন এবং প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

ফি কাঠামো সম্পর্কে জানানো হয়েছে, সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী নির্ধারিত হবে। অন্যদিকে সার্ক-বহির্ভূত দেশের শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ১৫০ মার্কিন ডলার এবং প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশন ফি ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ টাকা নেওয়া হবে। এর বাইরে অন্যান্য ফি স্থানীয় শিক্ষার্থীদের মতোই প্রযোজ্য হবে।

কুয়েট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক শিক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩