রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার মিনিয়াপোলিসে গুলিতে নিহত বিক্ষোভকারী: আইসিই’র বিরুদ্ধে অলিভিয়া ওয়াইল্ডের নিন্দা ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত নাসিরনগরে ১০ দলীয় জোটের প্রার্থী আমিনুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় : ইসি ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত শার্শায় বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত নওগাঁ-১ আসনে ১০ দলীয় ঐক্য ও জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

বরগুনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা তার নির্বাচনি অঙ্গীকার ঘোষণা করেছেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনের সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি একটি নিরাপদ, মানবিক ও আধুনিক বরগুনা গড়ে তুলতে চান।

বরগুনা-১ আসনের জনগণের জন্য ‘আমার ভাবনা, আমার অঙ্গীকার’ শীর্ষক এক বিবৃতিতে নজরুল ইসলাম মোল্লা উল্লেখ করেন, ‘গত ১৭ বছরে এ অঞ্চলের মানুষ জানমাল নিরাপত্তা, সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে উত্তরণে দায়িত্বশীল ও সাহসী নেতৃত্ব এখন সময়ের দাবি।

নির্বাচনি অঙ্গীকারে তিনি মাদকমুক্ত বরগুনা গড়ে তোলা, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করা হবে এবং হিন্দু ও রাখাইন সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংসহ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রণোদনার সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে নজরুল ইসলাম মোল্লা জানান, বরগুনা জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমতলী ও তালতলীর ভৌগোলিক দূরত্ব বিবেচনায় দুই উপজেলায় নিয়মিত উপস্থিতি ও কার্যালয় স্থাপন করা হবে এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বরগুনাকে একটি শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক জেলায় রূপান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩