শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি পঞ্চগড়ে টানা বৃষ্টিতে শীতের আগমনের বার্তা পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ হেলিকপ্টারে এসে একমাত্র মেয়ের শেষ বিদায় দিলেন প্রবাসী বাবা খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর নতুন সভানেত্রী আফরোজা হেলেন

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন সভানেত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আফরোজা হেলেন। দেশে-বিদেশে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার অধিকারীনি তিনি।

বিশেষতঃ শিক্ষা, সমাজসেবা এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর রয়েছে বিস্তর অভিজ্ঞতা । পুনাকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সমাজসেবায় অবদান রাখতে বদ্ধপরিকর, নবনিযুক্ত আইজিপি ডাঃ বাহারুল আলম বিপিএম মহোদয়ের এই সহধর্মিণী।

নতুন সভানেত্রী আফরোজা হেলেন বিভিন্ন খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রাখছেন । যার মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, সমবায় এবং মাইক্রো-ক্রেডিট ব‍্যবস্থপনা। তিনি বর্তমানে নর্দান ইউনিভার্সিটির চীফ অফ অপারেশনস এন্ড অ‍্যডমিনের দায়িত্ব পালন করছেন ।

এর আগে তিনি নাইটিংগেল মেডিক্যাল কলেজ হাসপাতালের এডমিনিষ্ট্রেটিভ ম‍্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। অবদান রেখেছেন স্কলাস্টিকা স্কুলের ম‍্যানেজার এডমিনিষ্ট্রেশন হিসেবে। মিল্কভিটা ঢাকার প্রশাসনিক ও আর্থিক পরিচালক ছিলেন তিনি । এছাড়াও বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

নিউইয়র্কের ম‍্যানহাটনে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি । অবদান রেখেছেন গুড গভর্ন‍্যান্স টিএমএসএস এর পরিচালক হিসেবে। এছাড়াও তিনি মাইলস্টোন স্কুলের প্রশাসনিক ব‍্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ।

অবদান রেখেছেন ব্লুমিং সান স্কুল এবং নিউ চাইল্ড স্কুলের প্রিন্সিপাল হিসেবে । মাহাদ স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর । দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুনাকের নতুন সভানেত্রী। একটি হলো “আয়েশা নিজাম ফাউন্ডেশন”। অন‍্যটি “টোটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোআপারেটিভ সোসাইটি “।

বিদুষী এই পুনাক সভানেত্রী ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি আইন বিষয়ে ব‍্যচেলর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আইবিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সাথেও পূর্ব-সম্পর্ক রয়েছে তাঁর। ১৯৯৬ সাল থেকে তিনি সম্পৃক্ত এই প্রতিষ্ঠানের সাথে । দেশে-বিদেশে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে নতুনভাবে সমৃদ্ধ হবার সুযোগ পেয়েছে পুনাক। পুনাকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তার দক্ষতা, নেতৃত্ব এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় আশাবাদী । পুনাক পরিবার তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩