বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ডিমলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীফামারীর ডিমলায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে একটি নিরীহ পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার গত সোমবার (১৫ ডিসেম্বর) ডিমলা উপজেলার খগার হাট এলাকায় এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের নাজমা নামের এক নারী ডিমলা থানায় একটি মারপিটের মামলা দায়ের করেন। ওই মামলায় (মামলা নং-১০, তারিখ: ১৪/১২/২৫ ইং) কোনো ধরনের তদন্ত বা ঘটনার সত্যতা যাচাই ছাড়াই সম্পূর্ণ নির্দোষ আল আমিন, তার বাবা মুকিল ও চাচা মোকছেদুলকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, উক্ত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত শত্রুতা ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ পুলিশ প্রাথমিক তদন্ত না করেই মামলাটি নথিভুক্ত করেছে, যা আইনের শাসনের চরম অবমূল্যায়ন বলে মন্তব্য করেন তারা।

মামলার কারণে ভুক্তভোগী পরিবারটি চরম সামাজিক অপমান, মানহানি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা বলেন, মিথ্যা মামলার ভয় দেখিয়ে একটি পরিবারকে সামাজিকভাবে ধ্বংস করার যে প্রবণতা তৈরি হয়েছে,তা ভয়াবহ এবংউদ্বেগজনক।

সাংবাদিক সম্মেলনে আরও দাবি করা হয়, প্রশাসনের একটি অংশের দায়িত্বহীনতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা বাণিজ্যে লিপ্ত হচ্ছে। এভাবে নিরীহ মানুষকে হয়রানি করা হলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

ভুক্তভোগী পরিবার জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে। তারা অবিলম্বে মিথ্যা মামলার হয়রানি বন্ধ করে নির্দোষদের দায়মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নীলফামারী জেলার পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার সংখ্যা আরও বেড়ে যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩