বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে “বেগম রোকেয়া দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে (৯ নভেম্বর) র‍্যালি শেষে ডিমলা উপজেলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামানের। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো,ইমরানুজ্জামান বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি নারীর শিক্ষা, অধিকার ও সামাজিক সমতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মপ্রেরণা আজও নারীদের এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,ডিমলা থানার অফিসার ইনচার্জ মো, শওকত হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো, আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহীয়সী নারী বেগম রোকেয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দে ১৮৮০ ইং সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ ইং সালে ৯ ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। এ মহিয়সী নারীকে স্মরণীয় করে রাখতে তার স্মরণে রংপুরে প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩