বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানে পদযাত্রা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ে জনগোষ্ঠীর হাজারো নেতাকর্মী অংশ নেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে ছুটে আসা নেতাকর্মীরা সেখানে সমবেত হন। পরে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

পদযাত্রায় বক্তারা বলেন, “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব দরকার।” তাদের দাবি, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত বয়োজ্যেষ্ঠ নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সফল পৌর মেয়র মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

বক্তারা বলেন, ৩০০ নং আসনে পাহাড়ি-বাঙালির অভিন্ন দাবি—মনোনয়ন পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণা করতে হবে।

মুক্তমঞ্চে বক্তব্য দেন—সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে বান্দরবান জেলা বিএনপি। চলতি বছরের ৪ জুন কেন্দ্রীয় সিদ্ধান্তে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও মো. জাবেদ রেজাকে সদস্যসচিব করে ৪৬ সদস্যের নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। দলীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩