শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল ২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়? জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম পরে নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতা মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪) কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১৩।

বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম এলাকায় র‍‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍‍্যাব জানায়, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে কখনও সেনাবাহিনী, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করত। ভিডিও কলে ইউনিফর্ম পরে কথা বলার পাশাপাশি কখনও নারী সৈনিক সেজে নারীর কণ্ঠে প্রতারণা চালাত সে। এই কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাজমুল।

বাদীর করা মামলার তথ্য অনুযায়ী, নাজমুল ও তার সহযোগীরা সেনা সদস্য পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সৃষ্টি হয় এবং প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা (নং ০৩/১৭৭, তারিখ: ০৭/১১/২০২৫) দায়ের করা হয়।

গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, মেয়েদের পরচুলা, মেকআপ সেটসহ বিভিন্ন প্রতারণার আলামত উদ্ধার করে র‍‍্যাব।

র‍‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থেকে এমন ভুয়া পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩