বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ব্র্যাক ক্যারিয়ার হাব-এর সেমিনার অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ভবিষ্যৎ কর্মজীবনকে উদ্দেশ্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্র্যাকের ক্যারিয়ার হাব প্রোগ্রামের অধীনে ‘নিয়োগ প্রতিষ্ঠানকে জানুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশন এর কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম। ব্র‍যাকের অডিও-ভিজ্যুয়াল এক্সপার্ট ও কমিউনিকেশন স্পেশালিষ্ট মোরশেদ ভূঁইয়া, ব্র‍যাকের চট্টগ্রাম অঞ্চলের ক্যারিয়ার হাব-এর হাব লিড আফরোজা খানম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইএসডি এর ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান আসিফ, আইএসডি এর এমপ্লয়মেন্ট অফিসার শাহরিয়ার আকিব, ক্যারিয়ার হাবের এক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া এবং মোহাম্মদ সারওয়ার উদ্দিন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার ওপর জোর দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন করা হবে।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশন এর কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম বলেন, ‘এনজিওগুলো মূলত তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। এগুলো হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর এবং মাইক্রো ক্রেডিট সেক্টর। এনজিওতে চাকরির যেমন সম্ভাবনা রয়েছে তেমনি এর নানাবিধ চ্যালেঞ্জও রয়েছে। চাকরির বাজারে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য প্রয়োজন আদর্শ সিভি। অনেকের সিভি লেখার পদ্ধতি ভালো না হওয়ায় শর্টলিস্টেট হন না। সিভিতে যে বিষয়গুলো উল্লেখ করলে চাকরির ভাইভায় শর্টলিস্টেট হওয়া যায় সেই কৌশলগুলো জেনে এপ্লাই করতে হবে।’

ক্যারিয়ার হাবের এক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া বলেন, ‘ক্যারিয়ার নিয়ে অধিকাংশ শিক্ষার্থী দুশ্চিন্তায় থাকে। আগামী ২০৩০ সালের মধ্যে ক্যারিয়ার হাবের মাধ্যমে দশ লক্ষ দক্ষ লোক তৈরি করবে। সেই লক্ষ্যে এই প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে। ‘

চট্টগ্রাম অঞ্চলের ক্যারিয়ার হাব-এর হাব লিড আফরোজা খানম ব্র্যাক ক্যারিয়ার হাব এর সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোকপাত করেন। তিনি আরো জানান, ‘প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা অনুযায়ী চাকরির সুযোগ তৈরিতেও ক্যারিয়ার হাব কাজ করে। এধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্রাকের ক্যারিয়ার হাব কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করে।’

উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এই প্রোগ্রামে গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ক্যারিয়ার হাবের রেজিস্ট্রেশন চলে। আগামী ১৭ এবং ১৮ অক্টোবর ক্যারিয়ার কাউন্সিলিং চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩