বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

কুবিতে ব্র্যাক ক্যারিয়ার হাব-এর সেমিনার অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ভবিষ্যৎ কর্মজীবনকে উদ্দেশ্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্র্যাকের ক্যারিয়ার হাব প্রোগ্রামের অধীনে ‘নিয়োগ প্রতিষ্ঠানকে জানুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশন এর কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম। ব্র‍যাকের অডিও-ভিজ্যুয়াল এক্সপার্ট ও কমিউনিকেশন স্পেশালিষ্ট মোরশেদ ভূঁইয়া, ব্র‍যাকের চট্টগ্রাম অঞ্চলের ক্যারিয়ার হাব-এর হাব লিড আফরোজা খানম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইএসডি এর ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান আসিফ, আইএসডি এর এমপ্লয়মেন্ট অফিসার শাহরিয়ার আকিব, ক্যারিয়ার হাবের এক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া এবং মোহাম্মদ সারওয়ার উদ্দিন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার ওপর জোর দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন করা হবে।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশন এর কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম বলেন, ‘এনজিওগুলো মূলত তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। এগুলো হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর এবং মাইক্রো ক্রেডিট সেক্টর। এনজিওতে চাকরির যেমন সম্ভাবনা রয়েছে তেমনি এর নানাবিধ চ্যালেঞ্জও রয়েছে। চাকরির বাজারে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য প্রয়োজন আদর্শ সিভি। অনেকের সিভি লেখার পদ্ধতি ভালো না হওয়ায় শর্টলিস্টেট হন না। সিভিতে যে বিষয়গুলো উল্লেখ করলে চাকরির ভাইভায় শর্টলিস্টেট হওয়া যায় সেই কৌশলগুলো জেনে এপ্লাই করতে হবে।’

ক্যারিয়ার হাবের এক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া বলেন, ‘ক্যারিয়ার নিয়ে অধিকাংশ শিক্ষার্থী দুশ্চিন্তায় থাকে। আগামী ২০৩০ সালের মধ্যে ক্যারিয়ার হাবের মাধ্যমে দশ লক্ষ দক্ষ লোক তৈরি করবে। সেই লক্ষ্যে এই প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে। ‘

চট্টগ্রাম অঞ্চলের ক্যারিয়ার হাব-এর হাব লিড আফরোজা খানম ব্র্যাক ক্যারিয়ার হাব এর সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোকপাত করেন। তিনি আরো জানান, ‘প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা অনুযায়ী চাকরির সুযোগ তৈরিতেও ক্যারিয়ার হাব কাজ করে। এধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্রাকের ক্যারিয়ার হাব কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করে।’

উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এই প্রোগ্রামে গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ক্যারিয়ার হাবের রেজিস্ট্রেশন চলে। আগামী ১৭ এবং ১৮ অক্টোবর ক্যারিয়ার কাউন্সিলিং চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩