মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত কিয়েভে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে: ইউক্রেন ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ভর্তি সহায়তা কেন্দ্র উদ্বোধন দেশ পুর্নগঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে: তারেক রহমান কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের কুবি শিক্ষার্থী ও তার মায়ের ‘হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শিবচরে ব্যাংক গ্রাহকের টাকা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা চুনারুঘাটের নালুয়া চা বাগানে ধর্মীয় উৎসব কারাম পূজা পালন

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

খুবি প্রতিনিধিঃ

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ‘প্রথম বাঁধন অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অলিম্পিয়াড আয়োজিত হয়।

অলিম্পিয়াডে অংশ নিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ১৮০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান। অলিম্পিয়াডে ডেভেলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের মো. খায়রুল আলম খান চ্যাম্পিয়ন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শেখ নাফিউল আলম রাব্বি প্রথম রানার-আপ এবং ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. মাসরুনুল হাসান তানজিম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আরও ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, রক্তের সাথে মানুষের জীবন মৃত্যুর সম্পর্ক। বাঁধনের কর্মীরা মানুষের জরুরি রক্তের প্রয়োজনে এগিয়ে আসে। বাংলাদেশে রক্তদানকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাঁধন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তারা কাজ করে যাচ্ছে। এই সংগঠন মানবসেবার জন্য কাজ করে, তারা কখনো হারাবে না।

তিনি আরো বলেন, থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁধনের কার্যক্রম আরও জোরদার করতে শিক্ষার্থীদের উদ্যোগে ফান্ড তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বাঁধন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এছাড়া বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম কামরুজ্জামান কাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিকাইল হোসেন।

বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লুমিনএজ এর প্রতিনিধি উজ্জ্বল সাহা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩