বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

খুবি প্রতিনিধিঃ

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ‘প্রথম বাঁধন অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অলিম্পিয়াড আয়োজিত হয়।

অলিম্পিয়াডে অংশ নিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ১৮০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান। অলিম্পিয়াডে ডেভেলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের মো. খায়রুল আলম খান চ্যাম্পিয়ন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শেখ নাফিউল আলম রাব্বি প্রথম রানার-আপ এবং ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. মাসরুনুল হাসান তানজিম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আরও ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, রক্তের সাথে মানুষের জীবন মৃত্যুর সম্পর্ক। বাঁধনের কর্মীরা মানুষের জরুরি রক্তের প্রয়োজনে এগিয়ে আসে। বাংলাদেশে রক্তদানকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাঁধন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তারা কাজ করে যাচ্ছে। এই সংগঠন মানবসেবার জন্য কাজ করে, তারা কখনো হারাবে না।

তিনি আরো বলেন, থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁধনের কার্যক্রম আরও জোরদার করতে শিক্ষার্থীদের উদ্যোগে ফান্ড তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বাঁধন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এছাড়া বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম কামরুজ্জামান কাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিকাইল হোসেন।

বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লুমিনএজ এর প্রতিনিধি উজ্জ্বল সাহা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩