বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরিবহন পুলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন করে সাতটি বাস যুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বৃষ্টিভেজা আবহাওয়ায় এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে বাসগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “একসঙ্গে সাতটি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এর ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ভোগান্তি অনেকটাই কমে যাবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান বলেন, “আজ আমাদের জন্য বিশেষ আনন্দের দিন। নতুন বাস যুক্ত হওয়ায় আমরা গর্বিত এবং উচ্ছ্বসিত। এটি আমাদের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে পরিবহন সংকট ছিল। সীমিত পরিবহনের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হতো। নতুন বাস সংযোজনের মাধ্যমে সেই ভোগান্তি অনেকটাই দূর হবে।”

এ সময় প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়নে সময় প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩