রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত সুন্দরবন থেকে বনদস্যু বাহিনীর ৪ সদস্য আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প মুরাদনগরে চৌকিদারের জায়গা দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন শিবচরে ব্রীজ নির্মাণে অনিয়ম দুর্ঘটনার আশঙ্কা ববির অনশনরত আরো দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে ইউএনও’র শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

কুয়েট ২২তম বর্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুয়েট প্রতিনিধিঃ

১ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার) – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) তার বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভের ২২তম বার্ষিকী উদযাপন করেছে বিভিন্ন আয়োজনে ভরপুর এক দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে।

সকালে প্রশাসনিক ভবনের চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এরপর একটি মনোমুগ্ধকর শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা অডিটোরিয়ামে পৌঁছে।

অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক প্রেজেন্টেশন ও আলোচনা সভা, যেখানে প্রতিষ্ঠানটির নানা ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, এবং উদ্বোধনী বক্তৃতায় অংশগ্রহণ করেন LGED’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান।

উদ্বোধনী সেশন শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের পরীক্ষাগার ও ল্যাব উন্মুক্ত করা হয়, যাতে সাধারণ দর্শনার্থীরা ও শিক্ষার্থীরা সরাসরি উন্নত কর্মকাণ্ডের সাথে পরিচিত হন।

বিকেলে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে যেখানে শিক্ষক দল ২-১ গোলে ছাত্রদের দলকে পরাজিত করে। এরপর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল আয়োজিত হয়। সন্ধ্যায় অডিটোরিয়ামে একটি সংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দিনটির উদযাপনের জমাটিলতা বজায় রাখে।

বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, “কুয়েটের সম্মান রক্ষা, এর বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কুয়েট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী‑সহ সকলের অসীম অবদানের মাধ্যমেই আমরা এ পর্যন্ত পৌঁছেছি। এই অবদানকে সম্মান ও শ্রদ্ধা করে আমরা আরও এগিয়ে যাব এবং দেশের সেবা করে যাব।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পর থেকে কুয়েট জ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বের একটি রোল মডেল হয়ে উঠছে। আমাদের অনেক অ্যালামনাই দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন; আমরা শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্বেই মাথা উঁচু করে দাঁড়াতে চাই।”

উল্লেখ্য, কুয়েট ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে শুরু হয়, যা ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি)–তে রূপান্তরিত হয়। পরিশেষে ১ সেপ্টেম্বর ২০০৩- এ পুরোদমে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় – ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'(কুয়েট) নামে এ বছর ২২তম বার্ষিকী উদযাপন করা হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩