শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

খুবি প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোটার‌যাক্ট ক্লাবের আয়োজনে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৩:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।
এতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্ভোদনী বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিষ্ঠানিক বই পত্রে সীমাবদ্ধ থাকলে হবে না। এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন তাদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”এছাড়া তিনি এ প্রতিযোগিতার আয়োজক এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের সাধুবাদ জানান ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাইট সাইট এডুকেশনের স্টুডেন্ট রিকনসাল্ট কাউন্সিলর মেরিনা জাহান লাবনী। তাঁর বক্তব্যে বলেন, “উচ্চশিক্ষা এবং অভিবাসনে জন্য আইইএলটিএস স্কোর বা ইংরেজি দক্ষতা অবশ্যই দরকার। যদি ইংরেজি দক্ষতা ভালো হয় তাহলে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ”তিনি আরও বলেন,“ উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।”
তাছাড়াও, নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে ইংরেজি ডিসিপ্লিনের সাদিয়া ইসলাম বলেন,“ বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রথম সে এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যা তাকে অনুপ্রাণিত কারার পাশাপাশি অনেক কিছু জানতে সাহায্য করেছে এবং পরবর্তীতেও সে এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে।”
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “শুধুমাত্র জ্ঞানের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনকে একত্রিত করে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও নেতৃত্ব গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি এই আয়োজন তরুণ প্রজন্মকে আরও উদ্দীপিত করবে এবং তাদের সৃজনশীল চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।”
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোস্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডারস এবং স্ট্রটিজিক পার্টনার বিডিএপিপিএস ও ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ফটোবক্স।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩