রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “Digging The Past” শিরোনামে এক ব্যতিক্রমধর্মী প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ প্রদর্শনী দুই দিনব্যাপী চলবে।

ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের প্রথম পর্ব দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ১০৯ নং কোর্স “প্রত্নতত্ত্ব পরিচিতি”-এর অংশ হিসেবে প্রদর্শনীটির আয়োজন করে। এতে তুলে ধরা হয়েছে—অতীত মানুষের নির্মিত প্রত্নবস্তু ও পরিবেশগত উপাত্তের (Ecofacts) মাধ্যমে কিভাবে অতীতের সংস্কৃতির বহুমাত্রিক দিক জানা সম্ভব।

প্রদর্শনীতে মোট ১০টি তথ্যসমৃদ্ধ ও নান্দনিক দেয়ালিকা স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “প্রত্নতত্ত্ব ও ইতিহাসের আন্ত:সম্পর্ক”। এছাড়া প্রত্নবস্তু বিষয়ক চারটি, বাস্তুবস্তু বিষয়ক তিনটি এবং প্রত্নস্থান ও পরিপ্রেক্ষিতভিত্তিক দুটি দেয়ালিকা দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে “প্রত্নমাটি ও মল জীবাশ্ম” শিরোনামের দেয়ালিকা, যেখানে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে প্রাচীন মানব ও প্রাণীর খাদ্যাভ্যাস, জীবনধারা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনুসন্ধানে এসব জীবাশ্মের গুরুত্ব।

দেয়ালিকা ছাড়াও শিক্ষার্থীরা একটি প্রত্নস্থানের খননকৃত অনুকৃতি তৈরি করেছে, যা প্রত্নতাত্ত্বিক কার্যপদ্ধতি সরাসরি অনুধাবনে একটি ভিন্নধর্মী প্রয়াস হিসেবে সবার দৃষ্টি কাড়ে। প্রদর্শনীতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেনের বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ের বনাঞ্চলে পরিচালিত ভূপৃষ্ঠ জরিপ থেকে সংগৃহীত প্রত্নবস্তুও প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দেন কোর্স শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার। শিক্ষার্থীরা জানান, তাঁর প্রেরণা ও সহযোগিতাতেই প্রদর্শনী সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্বের সমন্বয়ের মাধ্যমে প্রাচীন বঙ্গভূমির মানব সংস্কৃতি ও তার পরিবর্তনকে আরও বস্তুনিষ্ঠভাবে অন্বেষণ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩