বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি! শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫ কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জয়পুরহাট সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “Digging The Past” শিরোনামে এক ব্যতিক্রমধর্মী প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ প্রদর্শনী দুই দিনব্যাপী চলবে।

ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের প্রথম পর্ব দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ১০৯ নং কোর্স “প্রত্নতত্ত্ব পরিচিতি”-এর অংশ হিসেবে প্রদর্শনীটির আয়োজন করে। এতে তুলে ধরা হয়েছে—অতীত মানুষের নির্মিত প্রত্নবস্তু ও পরিবেশগত উপাত্তের (Ecofacts) মাধ্যমে কিভাবে অতীতের সংস্কৃতির বহুমাত্রিক দিক জানা সম্ভব।

প্রদর্শনীতে মোট ১০টি তথ্যসমৃদ্ধ ও নান্দনিক দেয়ালিকা স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “প্রত্নতত্ত্ব ও ইতিহাসের আন্ত:সম্পর্ক”। এছাড়া প্রত্নবস্তু বিষয়ক চারটি, বাস্তুবস্তু বিষয়ক তিনটি এবং প্রত্নস্থান ও পরিপ্রেক্ষিতভিত্তিক দুটি দেয়ালিকা দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে “প্রত্নমাটি ও মল জীবাশ্ম” শিরোনামের দেয়ালিকা, যেখানে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে প্রাচীন মানব ও প্রাণীর খাদ্যাভ্যাস, জীবনধারা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনুসন্ধানে এসব জীবাশ্মের গুরুত্ব।

দেয়ালিকা ছাড়াও শিক্ষার্থীরা একটি প্রত্নস্থানের খননকৃত অনুকৃতি তৈরি করেছে, যা প্রত্নতাত্ত্বিক কার্যপদ্ধতি সরাসরি অনুধাবনে একটি ভিন্নধর্মী প্রয়াস হিসেবে সবার দৃষ্টি কাড়ে। প্রদর্শনীতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেনের বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ের বনাঞ্চলে পরিচালিত ভূপৃষ্ঠ জরিপ থেকে সংগৃহীত প্রত্নবস্তুও প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দেন কোর্স শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার। শিক্ষার্থীরা জানান, তাঁর প্রেরণা ও সহযোগিতাতেই প্রদর্শনী সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্বের সমন্বয়ের মাধ্যমে প্রাচীন বঙ্গভূমির মানব সংস্কৃতি ও তার পরিবর্তনকে আরও বস্তুনিষ্ঠভাবে অন্বেষণ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩