মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে পত্নীতলা উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সাংবাদিক মাহমুদুন্নবী, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম,আলমগীর হোসেন,কাওসার হোসেন, আব্দুল্লাহেল কাফি, নওগাঁর সাংবাদিক আলমগীর হোসেন, ওমর ফারুক, মোঃ শহিদুল ইসলাম, সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, মামলা ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩