শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু” দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর সেদিন কি ঘটেছিল মাভাবিপ্রবি শিক্ষকের সাথে? জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে শ্রমিক আহত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ চৌদ্দগ্রামে দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না: প্রেস সচিব প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত পাঁচবিবির জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, যিনি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রশংসা করেন। তিনি বলেন, “এ ধরনের সৃজনশীল উদ্যোগ দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জাগাতে সহায়ক ভূমিকা রাখে।” তিনি আরও যোগ করেন, “শিশু-কিশোরদের চমৎকার অঙ্কন দেখে আমি খুবই উৎসাহিত। তাই, নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কমিটিকে আমি আহ্বান জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যমণ্ডিত আয়োজনে সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এর শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা তাদের সৃজনশীল চিত্রকর্মের মাধ্যমে জুলাই বিপ্লবের স্মৃতিকে জীবন্ত করে তুলেছেন।

প্রতিযোগিতার বিজয়ীদের আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩