শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কাঠামোগত সংকট নিরসনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দুই দিন ধরে অবস্থান কর্মসূচি চলার পর মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ ‘শাটডাউন’ কর্মসূচি।

এদিন সকাল ১০টার পর থেকেই শত শত শিক্ষার্থী প্রধান ফটক বন্ধ করে সেখানে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তারা ফটকের সামনেই অবস্থান নিয়ে দিনভর নানা স্লোগানে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান।

বিকেলের দিকে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কলেজ প্রশাসনের আওতাধীন যেসব বিষয় রয়েছে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি বিষয়গুলো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাসে আস্থা না রেখে জানান, তাদের এই আন্দোলন চলবে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরাসরি উপস্থিতি এবং আশ্বাস না পাওয়া পর্যন্ত।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহামেদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন, ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

পুনরায় বুধবার (২৫ জুন) সকাল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য কিছু দাবি হলো:
ক্লাসরুমে প্রয়োজনীয় ফ্যান, আলো, বেঞ্চ, হোয়াইটবোর্ডসহ মৌলিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, প্রতিটি বিভাগে প্রজেক্টর ও মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা, মাসিক মূল্যায়ন ও প্রেজেন্টেশনভিত্তিক ক্লাস চালু, উপযুক্ত পর্যবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্লাস রিপ্রেজেনটেটিভ নির্বাচন, নতুন বিভাগ যেমন মনোবিজ্ঞান, গণযোগাযোগ, পরিসংখ্যান, ভূগোল, ফুডল্যাব যুক্তকরণ, শতাব্দী ভবনে ক্লাস চালুর পাশাপাশি আধুনিক একাডেমিক ক্লাসরুম ব্যবস্থা, মানসম্মত আইডি কার্ড প্রদান, গেটের পাশে নিরাপত্তার জন্য পুলিশ বক্স নির্মাণ, একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়াম এবং ছাত্রীদের জন্য উপযুক্ত বিশ্রামাগার স্থাপন

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, এসব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩