সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কাঠামোগত সংকট নিরসনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দুই দিন ধরে অবস্থান কর্মসূচি চলার পর মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ ‘শাটডাউন’ কর্মসূচি।

এদিন সকাল ১০টার পর থেকেই শত শত শিক্ষার্থী প্রধান ফটক বন্ধ করে সেখানে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তারা ফটকের সামনেই অবস্থান নিয়ে দিনভর নানা স্লোগানে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান।

বিকেলের দিকে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কলেজ প্রশাসনের আওতাধীন যেসব বিষয় রয়েছে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি বিষয়গুলো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাসে আস্থা না রেখে জানান, তাদের এই আন্দোলন চলবে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরাসরি উপস্থিতি এবং আশ্বাস না পাওয়া পর্যন্ত।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহামেদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন, ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

পুনরায় বুধবার (২৫ জুন) সকাল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য কিছু দাবি হলো:
ক্লাসরুমে প্রয়োজনীয় ফ্যান, আলো, বেঞ্চ, হোয়াইটবোর্ডসহ মৌলিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, প্রতিটি বিভাগে প্রজেক্টর ও মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা, মাসিক মূল্যায়ন ও প্রেজেন্টেশনভিত্তিক ক্লাস চালু, উপযুক্ত পর্যবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্লাস রিপ্রেজেনটেটিভ নির্বাচন, নতুন বিভাগ যেমন মনোবিজ্ঞান, গণযোগাযোগ, পরিসংখ্যান, ভূগোল, ফুডল্যাব যুক্তকরণ, শতাব্দী ভবনে ক্লাস চালুর পাশাপাশি আধুনিক একাডেমিক ক্লাসরুম ব্যবস্থা, মানসম্মত আইডি কার্ড প্রদান, গেটের পাশে নিরাপত্তার জন্য পুলিশ বক্স নির্মাণ, একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়াম এবং ছাত্রীদের জন্য উপযুক্ত বিশ্রামাগার স্থাপন

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, এসব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩