বুধবার, ১৬ Jul ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কাঠামোগত সংকট নিরসনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দুই দিন ধরে অবস্থান কর্মসূচি চলার পর মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ ‘শাটডাউন’ কর্মসূচি।

এদিন সকাল ১০টার পর থেকেই শত শত শিক্ষার্থী প্রধান ফটক বন্ধ করে সেখানে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তারা ফটকের সামনেই অবস্থান নিয়ে দিনভর নানা স্লোগানে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান।

বিকেলের দিকে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কলেজ প্রশাসনের আওতাধীন যেসব বিষয় রয়েছে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি বিষয়গুলো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাসে আস্থা না রেখে জানান, তাদের এই আন্দোলন চলবে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরাসরি উপস্থিতি এবং আশ্বাস না পাওয়া পর্যন্ত।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহামেদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন, ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

পুনরায় বুধবার (২৫ জুন) সকাল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য কিছু দাবি হলো:
ক্লাসরুমে প্রয়োজনীয় ফ্যান, আলো, বেঞ্চ, হোয়াইটবোর্ডসহ মৌলিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, প্রতিটি বিভাগে প্রজেক্টর ও মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা, মাসিক মূল্যায়ন ও প্রেজেন্টেশনভিত্তিক ক্লাস চালু, উপযুক্ত পর্যবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্লাস রিপ্রেজেনটেটিভ নির্বাচন, নতুন বিভাগ যেমন মনোবিজ্ঞান, গণযোগাযোগ, পরিসংখ্যান, ভূগোল, ফুডল্যাব যুক্তকরণ, শতাব্দী ভবনে ক্লাস চালুর পাশাপাশি আধুনিক একাডেমিক ক্লাসরুম ব্যবস্থা, মানসম্মত আইডি কার্ড প্রদান, গেটের পাশে নিরাপত্তার জন্য পুলিশ বক্স নির্মাণ, একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়াম এবং ছাত্রীদের জন্য উপযুক্ত বিশ্রামাগার স্থাপন

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, এসব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩