বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু হচ্ছে।

আগামীকাল (৯ জানুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান সম্মেলনের জন্য মোট ২৭০ টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে, যার মধ্যে ১৮৪ টি নির্বাচিত হয়েছে। অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪৯ টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫ টি পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়াও সম্মেলনে ১৩ টি প্রবন্ধ উপস্থিত হবে এবং ২টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এই সম্মেলনের আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং কনফারেন্স সেক্রেটারি হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

সম্মেলনের ব্যাপারে বিজ্ঞান সম্মেলন সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘ প্রথমবারের মতো আমরা বিজ্ঞান অনুষদ থেকে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন চলেছি। এই কনফারেন্সটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিজ্ঞান অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা নিরলসভাবে কাহ করে যাচ্ছেন এটি সফল করতে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন বরেণ্য বিজ্ঞানী ও গবেষকরা তাদের গবেষণা উপস্থাপন করবে। আগামীকালই শুরু হবে কনফারেন্স আগামীকাল বার্ডে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং পরে ২ টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। আমরা চেষ্টা করছি যাতে পুরো কনফারেন্সটি নিখুঁতভাবে হয়।’

সম্মেলনের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘কোনো কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো কানেক্টিভিটি। আমরা যা গবেষণা করি তা যদি আমরা প্রচার করতে না পারি, তাহলে আমাদের গবেষণা ব্যর্থ হবে। প্রচারের মাধ্যমে প্রসার হবে এবং তার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে এবং মানুষের কল্যাণী নিহিত হবে, এটাই কনফারেন্সের মূল উদ্দেশ্য । সেই ধারণা থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো বিজ্ঞান অনুষদের একটি আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল থেকে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

আমরা আশা করছি, এই কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তথা বিজ্ঞান অনুষদকে নতুন আঙ্গিকে পৃথিবীর সবার সামনে উপস্থাপন করতে পারব।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩