বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
মোঃ নাজিবুর রহমান, লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে ছেলের প্রতি অভিমান করে মোছাঃ মনোয়ারা খাতুন (উত্তর লালপুর, ১ নং লালপুর ইউনিয়ন) গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
পরিবারের সঙ্গে চলমান দ্বন্দ্ব, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথাকাটাকাটির পর মনোয়ারা খাতুন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। ৪ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি অভিমানজনিত কারণে গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।
চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে লালপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শুরু করেন।
ডিউটি ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে স্থিতিশীল করা যায়নি।
প্রাথমিক চিকিৎসা চলাকালীনই মনোয়ারা খাতুন মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের মতে, মনোয়ারা খাতুন ছিলেন শান্ত স্বভাবের ও পরিবারভক্ত একজন নারী। সাম্প্রতিক পারিবারিক উত্তেজনা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩