মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধিঃ
জয়পুরহাটে সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক (ডিসি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় এবং জয়পুরহাট জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বিস্তার, জনস্বার্থমূলক কার্যক্রমের সমন্বয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
নবাগত ডিসি প্রতিনিধি দলের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জয়পুরহাটের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাগরিক সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আশ্বাস দেন।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জেলাবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের হাতে স্মারক ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন গণঅধিকার পরিষদের নেতারা। অনুষ্ঠানটি সুষ্ঠু ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩