বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
চারঘাট প্রতিনিধি:
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পিরোজপুর এলাকার পদ্মা নদী থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইসমাইল হোসেন চারঘাট সদর ইউনিয়নের দক্ষিণ পিরোজপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে শিশু ইসমাইলের মা ইসমাইলকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্থানীয়রা পাশের পদ্মা নদীতে ইসমাইলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে ওই শিশুর পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে নদীর পাড়ে যায়। আড়াই বছরের ফুটফুটে শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যেহেতু মরদেহ নদীতে পাওয়া গেছে এজন্য নৌ-পুলিশ চারঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩