বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. শামসুল আলম, সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হয়েছেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক জালাল উদ্দীন রুনু। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায়, কার্যনির্বাহী পরিষদে মোট ৩২ টি পদ রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

এছাড়াও সহ-সভাপতি পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন— অধ্যাপক ড. ছালেহ আহম্মদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুর, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন এবং অধ্যাপক নাসরিন সুলতানা।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফ।

সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জনাব মো. আল-আমিন খান।

দপ্তর সম্পাদক পদে অধ্যাপক ড. আমিরুর রহমান খান, প্রচার সম্পাদক পদে জনাব মো. এস এম মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অধ্যাপক ড. মো. ফজলুল করিম পাটোয়ারী এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

পরিবেশ ও গবেষণা সম্পাদক হিসেবে অধ্যাপক ড. নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যাপক ড. শামছুন নাহার নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন
অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার এবং অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শরিফুল হুদা বলেন, “খুবই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা নির্বাচন কার্য সম্পন্ন করেছি। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার স্বার্থে আমরা প্রতিদ্বন্দ্বীদের নাম প্রকাশ করছি না।’

নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর শামসুল আলম সেলিম বলেন, “ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে আমরাই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছি। তারেক রহমানের পরামর্শে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করব।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩