বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সনাতনী সম্প্রদায়ের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তৃতাকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা বলেন, যারা আপনাদেরকে ভোটের ব্যাংক মনে করতেন তারা আজ কোথায় ,পালিয়ে যাওয়ার পর কি আপনাদের খবর নিয়েছে? তারা আপনাদেরকে ব্ল্যাকমেইল করে দিল্লী চলে গেছে, একবারও কি খবর নিয়েছে। দেশে অনেক নেতা আছেন, মুক্তিযোদ্ধা আছেন, খবর নিয়েছে নাকি? যিনি গত ১৫ বছর চৌদ্দগ্রামে ক্ষমতায় ছিলেন তিনি খবর নিয়েছেন কি না জিজ্ঞেস করেন। আমাদের দল বাংলাদেশ জাতিয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের খবর নিয়েছে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমি যদি চিন্তা করি কে কোন ধর্মের তাহলে সমাজে চলতে পারবো না। সুতরাং সাবধান হতে হবে। যে যেখানে আছেন নিজ নিজ এলাকায় পূজা মন্ডপে ৫দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
শনিবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু সুভাষ বণিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বাবু শৈলপতি নন্দন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম আহবায়ক বাবু বিপ্লব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ চক্রবর্তী, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক বাবু আশীষ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল সাহা, পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু অনিল বনিক, সাধারণ সম্পাদক লিটন দাস, সাংগঠনিক সম্পাদক বাবু লিটন সাহা, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম সম্পাদক বাবু রতন দাস। সভায় উপজেলার ২২টি পূজা মন্ডপ নেতৃবৃন্দের হাতে শারদীয় দুর্গাপূজার নগদ উপহার তুলে দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩