সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম পটুয়াখালী দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ কুড়িগ্রামে জাতীয় নারী শক্তির সাংগঠনিক সভা অনুষ্ঠিত সিএনজি চালক কর্তৃক কুবি শিক্ষার্থীকে মারধর ববির রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে শানু – নাজিরুল কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪ র‍‍্যাবের-৯ অভিযানে ৯,৭৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ ট্রাক চুরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরিবহন পুলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন করে সাতটি বাস যুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বৃষ্টিভেজা আবহাওয়ায় এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে বাসগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “একসঙ্গে সাতটি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এর ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ভোগান্তি অনেকটাই কমে যাবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান বলেন, “আজ আমাদের জন্য বিশেষ আনন্দের দিন। নতুন বাস যুক্ত হওয়ায় আমরা গর্বিত এবং উচ্ছ্বসিত। এটি আমাদের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে পরিবহন সংকট ছিল। সীমিত পরিবহনের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হতো। নতুন বাস সংযোজনের মাধ্যমে সেই ভোগান্তি অনেকটাই দূর হবে।”

এ সময় প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়নে সময় প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩